ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
চাঁদপুরে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

চাঁদপুর: চাঁদপুরে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার দায়ে আবদুস ছাত্তার (৬০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আসামির উপস্থিতিতে সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আবদুস ছাত্তারের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর গ্রামে।

 

মামলার বিবরণে উল্লেখ রয়েছে, ২০০০ সালের ৭ ডিসেম্বর গাছের পাতা কুড়ানো নিয়ে আবদুস ছাত্তার ও প্রতিবেশী সিরাজুল ইসলামের পরিবারের মধ্যে ঝগড়া হয়। আবদুস ছাত্তার এর জের ধরে পরদিন সকাল ১০টায় সিরাজুল ইসলামের নারিকেল ও সুপারি গাছ কেটে ফেলেন। এসময় বাধা দিলে তিনি হাতে থাকা ছুরি দিয়ে সিরাজুলের বুকে আঘাত করেন। এ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

ওইদিনই নিহত সিরাজুল ইসলামের ভাই মো. মিজানুর রহমান বাদী হয়ে আবদুস ছাত্তার এবং তার সহযোগী মো. ফজলুল হক ও মো. মজিবুল হকের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ চৌধুরী ঘটনাটি তদন্ত করে ২০০১ সালের ২৭ জুন আদালতে অভিযোগ পত্র দেন। আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় সোমবার আদালত আবদুস ছাত্তারকে মৃত্যুদণ্ডাদেশ ও জরিমানা করেন। এছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।