চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেফতার হওয়া ২ চরমপন্থি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) ভোরে জেলার আলমডাঙ্গা উপজেলার মনোকষা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার আমলা গ্রামের মৃত সাধু মণ্ডলের ছেলে লুৎফর রহমান ও একই উপজেলার মুসাইননগর গ্রামের রেজাউল করিমের ছেলে নাজিম উদ্দীন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুইজন চরমপন্থি সংগঠনের সদস্য।
রোববার ভোরে সিএনজি চালিত একটি অটোরিকশায় করে তারা কুষ্টিয়া থেকে আলমডাঙ্গায় আসছিল। পথে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। পরে অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে লুকিয়ে রাখা একটি সাটারগান উদ্ধার করা হয়।
দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস বিফ্রিং এ পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, চুয়াডাঙ্গাতে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর জন্যই তারা দু’জন কুষ্টিয়া থেকে আলমডাঙ্গায় আসছিল। বর্তমানে তাদের পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।