ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহের সেই বাড়ি থেকে ৭০ লাখ টাকার চেকসহ আটক ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ময়মনসিংহের সেই বাড়ি থেকে ৭০ লাখ টাকার চেকসহ আটক ৭ জঙ্গি সন্দেহে ময়মনসিংহে ঘেরাও করে রাখা বাড়ি থেকে সাতজনকে আটক করে পুলিশ। ছবি: অনিক খান-বাংলানিউজ

ময়মনসিংহ: জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহ শহরের কালিবাড়ি এলাকায় ঘেরাও করে রাখা সেই টিনশেড বাড়ি থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় বিপুলসংখ্যক জিহাদি বই জব্দ করা হয়। পাওয়া যায় ৭০ লাখ টাকার একটি চেকও।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে ওই বাড়িটি ঘেরাওয়ের পর অভিযান চালিয়ে এই সাতজনকে আটক করা হয়।

পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে তাদের ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জঙ্গি সন্দেহে ময়মনসিংহে ঘেরাও করে রাখা বাড়ি থেকে সাতজনকে আটক করে পুলিশ।                                          ছবি: অনিক খানজেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটক সাতজনকে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাদের কাছ থেকে ৭০ লাখ টাকার চেক পাওয়া গেছে। জঙ্গি সন্দেহে ময়মনসিংহে ঘেরাও করে রাখা বাড়ি থেকে বিপুলসংখ্যক জিহাদি বই জব্দ করা হয়।  ছবি: অনিক খানবাড়ির মালিকের নাম আসিফ আনোয়ার মুরাদ। পেশায় তিনি আইনজীবী।

** জঙ্গি সন্দেহে এবার বাড়ি ঘেরাও ময়মনসিংহে

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭/আপডেট ১৫০৬ ঘণ্টা
এমএএএম/আরআইএস/আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।