ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মেঘনায় ট্রলার ডুবিতে আরো ১ মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
মেঘনায় ট্রলার ডুবিতে আরো ১ মরদেহ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনার পঞ্চমদিন সোমবার (০৩ এপ্রিল) দুপুরে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

উদ্ধার হওয়া ব্যক্তি হলেন- রাজধানীর রামপুরা এলাকার মো. হাবিব (৪০)।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখতে পায়।

পরে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ডুবুরি দল হাবিবের মরদেহ উদ্ধার করে।

আরও মরদেহ আছে কিনা সে বিষয়ে তল্লাশি অব্যাহত রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার রাজধানীর রামপুরা থেকে মতলবের বেলতলি সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলো। বিকেল ৪টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনার প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ওইদিন রাতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শুক্রবার ছয়জনের, শনিবার একজনের, রোববার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।