উদ্ধার হওয়া ব্যক্তি হলেন- রাজধানীর রামপুরা এলাকার মো. হাবিব (৪০)।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখতে পায়।
আরও মরদেহ আছে কিনা সে বিষয়ে তল্লাশি অব্যাহত রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার রাজধানীর রামপুরা থেকে মতলবের বেলতলি সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলো। বিকেল ৪টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনার প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ওইদিন রাতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শুক্রবার ছয়জনের, শনিবার একজনের, রোববার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
জিপি/জেডএস