ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে দুই বাড়ি থেকে ৮ লাখ টাকার মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
সোনাগাজীতে দুই বাড়ি থেকে ৮ লাখ টাকার মালামাল লুট

ফেনী: ফেনীর সোনাগাজীর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল বাড়ি দু’টি থেকে অন্তত আট লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবরি ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে এ তথ্য জানান।

রোববার (০২ এপ্রিল) দিনগত গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতে সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের ওবায়েদুল হক মল্লিকের বাড়িতে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ঘরের দরজা ভেঙে ডাকাতরা ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার, জমি বিক্রির নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।

ওই রাতেই পাশ্ববর্তী বাড়ির মাহবুবুল হকের ঘরের দরজার খিল ভেঙে ১০/১২ সদস্যের একটি ডাকাত দল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নেয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ কাজী মো. মনিরুজ্জামান, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর দু’টি ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।