সোমবার (০৩ এপ্রিল) দুপুরে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবরি ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে এ তথ্য জানান।
রোববার (০২ এপ্রিল) দিনগত গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতে সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের ওবায়েদুল হক মল্লিকের বাড়িতে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ঘরের দরজা ভেঙে ডাকাতরা ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার, জমি বিক্রির নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।
ওই রাতেই পাশ্ববর্তী বাড়ির মাহবুবুল হকের ঘরের দরজার খিল ভেঙে ১০/১২ সদস্যের একটি ডাকাত দল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নেয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ কাজী মো. মনিরুজ্জামান, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর দু’টি ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এএটি/জেডএস