সোমবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন হাওরবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দায়সাড়াভাবে হাওর এলাকায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে ঠিকাদার তার বিল উঠিয়ে নিয়েছেন।
সংগঠনের মুখপাত্র সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কৃষক লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, লেখক মুর্শেদ আলম, আমরা হাওরবাসীর সমন্বয়ক রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পংকজ কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সদস্য খলিল রহমান, সুজনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সাংবাদিক শামস শামীম, কুলেন্দু শেখর দাস, স্কাউট লিডার বুরহান উদ্দিন, অ্যাডভোকেট শাহীনূর রহমান প্রমুখ।
মানববন্ধনে ছাত্র, শিক্ষক, কৃষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ