সরকারিভাবে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, সকালে কয়েকজন স্বাস্থ্যকর্মী এসে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু করে।
তিনি আরও জানান, অসুস্থ শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোজঁখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আমজাদুল হক বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আর্ন্তজাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত কৃমিনাশক ঔষুধগুলো খাওয়ানো হয়েছে। এছাড়া পরীক্ষা নিরিক্ষা শেষেই বাংলাদেশে ওষুধগুলো আনা হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনাটি মনস্তাত্ত্বিক বলে ধারণা করা হচ্ছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি