সোমবার (০৩ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা সদরের পাচগাঁছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছেমনা বেগম স্থানীয় পাঁছগাছিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ছেমনা বাজারের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসইচডি/ওএইচ/আইএ