ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় হুজি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ফতুল্লায় হুজি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

জাহাঙ্গীর আলম ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ফজলু মিয়ার ছেলে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ এ তথ্য জানায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি দীর্ঘদিন যাবত পলাতক থেকে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০২ এপ্রিল) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।