মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালিগঞ্জ বাজার সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, সকালে ডোবায় ওই নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ওই নারীকে কয়েকদিন ধরে এই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে কেউ মেয়েটির পরিচয় জানে না।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।