ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ডিমলায় জামায়াতের প্রচার সম্পাদকসহ গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ডিমলায় জামায়াতের প্রচার সম্পাদকসহ গ্রেফতার ৫

নীলফামারী: নীলফামারীর ডিমলায় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট (রাজবাড়ী) গ্রামের জামায়াতের উপজেলা প্রচার সম্পাদক আব্বাস আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্বাস আলী (৬০), সর্দারহাট গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৩৫), রামডাঙ্গা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আলিনুর রহমান (৩৫), আব্দুর লতিফের ছেলে ধউলু (৩০), দক্ষিণ তিতপাড়া গ্রামের আছি মদ্দিনের ছেলে নুরুল হুদা (৪০) ও বাবুরহাট পশ্চিমপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল কাদের বুলুমিয়া (৪৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার বাবুরহাট (রাজবাড়ী) গ্রামের জামায়াতের শীর্ষ নেতা আব্বাস আলী বাড়িতে অভিযান চালায়।

এসময় ন‍াশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।