গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্বাস আলী (৬০), সর্দারহাট গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৩৫), রামডাঙ্গা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আলিনুর রহমান (৩৫), আব্দুর লতিফের ছেলে ধউলু (৩০), দক্ষিণ তিতপাড়া গ্রামের আছি মদ্দিনের ছেলে নুরুল হুদা (৪০) ও বাবুরহাট পশ্চিমপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল কাদের বুলুমিয়া (৪৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার বাবুরহাট (রাজবাড়ী) গ্রামের জামায়াতের শীর্ষ নেতা আব্বাস আলী বাড়িতে অভিযান চালায়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি