ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে পাওয়ার টিলারচাপায় কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বালিয়াকান্দিতে পাওয়ার টিলারচাপায় কৃষকের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পাওয়ার টিলারচাপায় রিটন খান (২৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (০৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা সদাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিটন ওই গ্রামের আফছার খানের ছেলে।

নিহত ব্যক্তির ভাই মিন্টু খান বাংলানিউজকে জানান, দুপুরে রিটন পাওয়ার টিলার দিয়ে নিজেদের জমি চাষ করছিলেন। এসময় তার পরনের লুঙ্গি পাওয়ার টিলারের ফলার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি মাটিতে পড়ে যান। একপর্যায়ে পাওয়ার টিলারটি তার দেহের ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। মাঠের অন্যান্য কৃষকেরা এসময় রিটনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।