আটক সাতজন হলেন- জেলার হালুয়াঘাটের শহীদুল ইসলাম (৩৫) ও আশিকুর রহমান (২৮), ধোবাউড়া উপজেলার আলামিন (২৫), নেত্রকোনার নাসির উদ্দিন (২৭), একই জেলার জারিয়া এলাকার রুমান মিয়া (২৭), মাসুম আহমেদ (৩০) ও শাহ আলম হোসেন শামীম (২৭)
সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের কালিবাড়ির সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে সেই বাড়িটি ঘেরাওয়ের পর অভিযান চালিয়ে এই সাতজনকে আটক করা হয়।
এসময় বিপুলসংখ্যক জিহাদি বই জব্দ করা হয়, পাওয়া যায় ৭০ লাখ টাকার একটি চেকও।
আটক করার পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ সাতজন নব্য জেএমবির সদস্য। পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
এদের মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাদের কাছ থেকে ৭০ লাখ টাকার চেক পাওয়া গেছে।
বাড়ির মালিকের নাম আসিফ আনোয়ার মুরাদ। পেশায় তিনি আইনজীবী।
** ময়মনসিংহের সেই বাড়ি থেকে ৭০ লাখ টাকার চেকসহ আটক ৭
** জঙ্গি সন্দেহে এবার বাড়ি ঘেরাও ময়মনসিংহে
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমএএএম/আরআইএস/এইচএ/