সোমবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিষখালী নদীর পার্শ্ববর্তী ঘুটাবাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। জামাল মোল্লা পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাসানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীর পশ্চিম পাশে ঘুটাবাছা ওয়াপদা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামাল মোল্লার মাথায় থাকা বস্তা তল্লাশি করলে আলুভর্তি বস্তার ভেতর থেকে এক কেজি গাজা পাওয়া যায়।
হাসানুর রহমান আরও জানান, আটক যুবককে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ