ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আতিয়া মহল থেকে বাকি ২ জঙ্গিরও মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আতিয়া মহল থেকে বাকি ২ জঙ্গিরও মরদেহ উদ্ধার অ্যাম্বুলেন্সে করে জঙ্গিদের মরদেহ ওসমানী মেডিকেলে নেওয়া হচ্ছে, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার শিরবাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে বাকি ২ জঙ্গিরও মরদেহ উদ্ধার করেছে ৠাপিড ‍অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব) বোমা নিষ্কিয়কারী দল।

সোমবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকে আতিয়া মহলে অভিযান চালায় তারা।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জঙ্গিদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, জঙ্গি আস্তানায় বোমা থাকতে পারে এ সন্দেহে ৠাবের বোমা নিষ্কিয়কারী দলকে সিলেটে ডাকা হয়। তারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ভবনের ভেতরে প্রবেশ করা নিরাপদ কিনা দেখেন।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা বাংলানিউজকে বলেন, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাশাপাশি ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও একজন ডোমকেও রাখা হয়। সঙ্গে ছিলেন বাড়ির মালিক উস্তার আলীও।

গত ২৪ মার্চ ভোরে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হতে পেরে সিলেটের শিববাড়ি আতিয়া মহল ঘেরাও করে রাখে পুলিশ।   এদিন বিকেলে সোয়াট সদস্যরা  আতিয়া মহলে অভিযানে গেলেও বাসার নিরীহ ২৮ পরিবারের বাসিন্দাদের উদ্ধার জটিলতায় অভিযানে যায়নি সোয়াট। পরে সেনাবাহিনীকে ডাকা হলে এদিন রাতে সেনা বাহিনীর প্যারা কমান্ডোরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

২৫ মার্চ শনিবার সকালে আতিয়া মহলের বাসিন্দাদের উদ্ধারের পর বেলা ২টা ৫ মিনিটে জঙ্গিদের প্রতিরোধে অভিযান টোয়াইলাইট পরিচালনা করে সেনাবাহিনী। তিনদিন অভিযানের পর মঙ্গলবার টোয়াইলাইট সমাপ্ত করে ব্যারাকে ফিরে সেনাবাহিনী।

অভিযানে চার জঙ্গি নিহত হন। দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হলেও দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়নি। অন্যদিকে, ২৫ মার্চ সন্ধ্যায় জঙ্গিদের পেতে রাখা বোমায় প্রাণ হারান দুই পুলিশ অফিসারসহ ৬জন। এ ঘটনায় অন্তত ৩২ জন আহত হন। একই ঘটনায় আহত র্যাবে কর্মরত সেনা কর্মকর্তা লে. কর্নেল আবুল কালাম আজাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

**আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়কারী দলের কার্যক্রম চলছে
**আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।