ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে কৃষকের বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
মাদারীপুরে কৃষকের বসতঘর পুড়ে ছাই মাদারীপুরে কৃষকের বসতঘর পুড়ে ছাই

মাদারীপুর: মাদারীপুরে লতিফ বেপারী নামে এক কৃষকের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (০৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের দক্ষিণ হাজরাপুর বেপারীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে লতিফ বেপারী স্ত্রী ঘরের পেছনে রান্না করছিলো। এসময় ঘরে অ‍াগুন লাগলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কৃষক লতিফ বেপারী বলেন, আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমার থাকার আর কোনো জায়গা নাই। স্ত্রী, তিন ছেলে, ও তিন মেয়েকে নিয়ে কি করবো জানিনা।

রাস্তি ইউনিয়নের পশ্চিম হাজরাপুরের (ইউপি) সদস্য মোশারফ সরদার বাংলানিউজকে জানান, লতিফকে স্থানীয় সকলে মিলে সহযোগিতা দেওয়া হবে।
 
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিত্য গোপাল সরকার বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।