স্থানীয়রা জানান, দুপুরে লতিফ বেপারী স্ত্রী ঘরের পেছনে রান্না করছিলো। এসময় ঘরে অাগুন লাগলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
কৃষক লতিফ বেপারী বলেন, আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমার থাকার আর কোনো জায়গা নাই। স্ত্রী, তিন ছেলে, ও তিন মেয়েকে নিয়ে কি করবো জানিনা।
রাস্তি ইউনিয়নের পশ্চিম হাজরাপুরের (ইউপি) সদস্য মোশারফ সরদার বাংলানিউজকে জানান, লতিফকে স্থানীয় সকলে মিলে সহযোগিতা দেওয়া হবে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিত্য গোপাল সরকার বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি