ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নিরিবিলি পরিবেশেই আস্তানা গাঁড়ে নব্য জেএমবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
নিরিবিলি পরিবেশেই আস্তানা গাঁড়ে নব্য জেএমবি এই বাড়িতেই আস্তানা গেঁড়েছিল জঙ্গিরা। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কালিবাড়ি এলাকার সোহাগ পার্টি সেন্টারের সম্মুখেই একটি সরু গলি। সেই গলি দিয়ে খানিক পথ এগোতেই প্রকাণ্ড একটি আমগাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। 

গাছটির ছায়ায় ঘেরা হলুদ-রঙা বাড়িটির ওপরে টিনের চাল। আর চারপাশে দেয়াল।

বাড়ির মালিক আইনজীবী আসিফ আনোয়ার মুরাদ।  

নিরিবিলি পরিবেশের এ বাড়ির ঠিক ডান পাশেই সূর্যের হাসি ক্লিনিক। আর পেছনেই বেকারি। ৩ কক্ষের এ বাড়িতেই সবার চোখ ফাঁকি দিয়ে অবস্থান করছিলেন নব্য জেএমবি’র সদস্যরা।  

সোমবার (৩ এপ্রিল) দুপুর থেকেই জঙ্গি আস্তানা সন্দেহে এ বাড়ি ঘেরাও করে পুলিশ। তবে সংঘর্ষ বা রক্তপাত ছাড়াই পরে সেখান থেকে আটক করা হয় নব্য জেএমবির ৭ সদস্যকে।

পুলিশের দেওয়া তথ্য মতে, আটক নব্য জেএমবি’র সদস্যরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাটের শহীদুল ইসলাম (৩৫) ও আশিকুর রহমান (২৮), , ধোবাউড়া উপজেলার আলামিন (২৫), নেত্রকোণার নাসির উদ্দিন (২৭), একই জেলার জারিয়া এলাকার রুমান মিয়া (২৭), মাসুম আহমেদ (৩০) ও শাহ আলম হোসেন শামীম (২৭)।  

পুলিশ জানায়, দিন-রাত প্রায় সবসময়েই এ বাড়ির দরজা-জানালা বন্ধ থাকতো। ভেতরে কোনো টিভি না থাকলেও ছিল ওয়াইফাই রাউটার। ছিল কম্পিউটার। কম্পিউটারে লেখা ছিল-‘ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্য। ’ 

আটক জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।  ছবি: অনিক খানবাড়ির ভেতরে ছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহেদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমানের লেখা ৫০টি জেহাদি বই।

পুলিশ এ বাড়িটি ঘেরাও করার পর থেকেই শুরু হয় কৌতূহল। স্থানীয় শত শত মানুষ ভিড় করে দূর থেকে বাড়িটি দেখার জন্য।  

তারা তো বটেই, আশেপাশের বাসিন্দারাও জানতেন না নব্য জেএমবি’র সদস্যরা এ বাড়িটিতে দীর্ঘদিন যাবত বসত গড়েছেন।  

আলাপ হলো জঙ্গি আস্তানা লাগোয়া সূর্যের হাসি কিনিকের জরুরি বিভাগে কর্মরত রীতা প্রসাদ ও মনিরা বেগমের সঙ্গে।  

বাংলানিউজকে তারা জানান, এ বাড়িতে লোকজনের যাতায়াত ছিল খুবই কম। প্রায় বেশিরভাগ সময়েই ঘরের দরজা-জানালা বন্ধ থাকতো।  

রীতা ও মনিরা বলেন, ‘আমরা জানতাম তারা বেকারি ব্যবসা করেন। কারণ তাদের ঘরের সামনে প্রায় সময়েই বেকারি ভ্যান থাকতো। অথচ এ বাড়িতে থাকছিল জঙ্গিরা।

জরুরি বিভাগের মনিরা বেগম বলেন, দুই বছর আগেও এ বাড়িতে থাকতেন বাড়ির মালিক আসিফ আনোয়ার মুরাদ। তার বাবা ছিলেন সাবেক এমএলএ আইনজীবী আনোয়ারুল কাদির। মুরাদ ঢাকায় থাকেন বলে শুনেছি।  

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ বাড়ি থেকে আটক সবাই নব্য জেএমবি’র সদস্য।  

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বাড়ির মালিক আইনজীবী মুরাদকে এখন পর্যন্ত ফোনে পাওয়া যাচ্ছে না। তাকে খোঁজা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭ 
এমএএএম/এইচএ/

আরও পড়ুন
** ময়মনসিংহে আটক সেই ৭ জন নব্য জেএমবির সদস্য
** ময়মনসিংহের সেই বাড়ি থেকে ৭০ লাখ টাকার চেকসহ আটক ৭
** জঙ্গি সন্দেহে এবার বাড়ি ঘেরাও ময়মনসিংহে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।