ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২ ছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
মাগুরায় ২ ছাত্রীর আত্মহত্যা

মাগুরা: মাগুরা শহরে দুই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদের মধ্যে একজন হলো এইচএসসি পরীক্ষার্থী নান্দুয়ালী এলাকায় সুইটি দত্ত অপরজন  এসএসসি ফলপ্রার্থী হাসপাতাল পাড়ার কলি।

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে নিজ নিজ বাড়িতে তারা আত্মহত্যা করে।

প্রতিবেশী তাপস শিকদার বাংলানিউজকে জানান, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়‍ার্দী কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী সুইটি রোববার থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা কিছুটা খারাপ হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে সোমবার দুপুর দেড়টার দিকে নিজের ঘরের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। সুইটি নান্দুয়ালী এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ দত্তের একমাত্র মেয়ে।

অন্যদিকে, প্রায় একই সময়ে শহরের হাসপাতাল পাড়ায় লেখাপড়া
নিয়ে বাবা-মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে কলি। সে শহরের দুধমল্লিক বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ব্যাপারে সদর থানায় পৃথকভাবে অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। তবে দু’টি আত্মহত্যার ঘটনাই পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।