সোমবার (০৩ এপ্রিল) দুপুরে নিজ নিজ বাড়িতে তারা আত্মহত্যা করে।
প্রতিবেশী তাপস শিকদার বাংলানিউজকে জানান, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী সুইটি রোববার থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
অন্যদিকে, প্রায় একই সময়ে শহরের হাসপাতাল পাড়ায় লেখাপড়া
নিয়ে বাবা-মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে কলি। সে শহরের দুধমল্লিক বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ব্যাপারে সদর থানায় পৃথকভাবে অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। তবে দু’টি আত্মহত্যার ঘটনাই পুলিশ তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ