সোমবার (০৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুল হকের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হারিছপুর গ্রামে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে তার স্বজনরা এলে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই