সোমবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন তেলাকাটা খাল থেকে তাকে আটক করা হয়। শরিফুল আলম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের অজেদ আলী সরদারের ছেলে।
মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন তেলাকাটা খালে অভিযান চালানো হয়। এসময় পাঁচ কেজি গুঁইসাপের মাংসসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি