ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঝুঁকি ও সাহসিকতা নিয়ে কাজ করে তৃণমূলের সাংবাদিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ঝুঁকি ও সাহসিকতা নিয়ে কাজ করে তৃণমূলের সাংবাদিক বক্তব্য রাখছেন ইকবাল সোবহান চৌধুরী

পিরোজপুর: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, তৃণমূলের সাংবাদিকরা প্রভাবশালী ও সন্ত্রাসীদের রক্ত চক্ষু উপক্ষো করে সাংবাদিকতা করে শুধু তাই নয়, তারা আর্থিকভাবেও বঞ্চিত। অনেকেই ঠিকমত বেতনভাতাও পান না। তবুও তারা ঝুঁকি ও সাহসিকতা নিয়ে সাংবাদিকতা করে যাচ্ছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর উপলক্ষে বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, একটি মহল দেশে মৌলবাদ-জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

সেক্ষেত্রে গণমাধ্যমে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তা দমন করতে হবে।

১৯৭১ সালে এ জাতি যেমনভাবে স্বাধীনতা বিরোধীদের পরাস্ত্র করেছিল। তেমনভাবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও মৌলবাদকে নির্মূল করতে হবে।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, বিশেষ আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন-সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মুনিরুজ্জামান নাসিম আলী।

এর আগে পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।