সোমবার (৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর উপলক্ষে বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, একটি মহল দেশে মৌলবাদ-জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
১৯৭১ সালে এ জাতি যেমনভাবে স্বাধীনতা বিরোধীদের পরাস্ত্র করেছিল। তেমনভাবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও মৌলবাদকে নির্মূল করতে হবে।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, বিশেষ আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন-সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মুনিরুজ্জামান নাসিম আলী।
এর আগে পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
আরএ