ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাড়ি নিয়ে ছলচাতুরি আটক জঙ্গি মাসুমের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বাড়ি নিয়ে ছলচাতুরি আটক জঙ্গি মাসুমের জঙ্গি সন্দেহে ময়মনসিংহে ঘেরাও করে রাখা বাড়ি থেকে সাতজনকে আটক করে পুলিশ। ছবি: অনিক খান-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কালিবাড়ি এলাকার জঙ্গি আস্তানার সেই বাড়িটি নিয়ে রীতিমতো বিভ্রান্তি সৃষ্টি করেছেন আটক নব্য জেএমবি সদস্য মাসুম আহমেদ (৩০)। সবশেষ তিনি বাড়িটির মালিক আইনজীবী আসিফ আনোয়ার মুরাদকে নিজের খালাতো ভাই বলে পরিচয় দিয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের কালিবাড়ির সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে এক বাড়িতে অভিযান চালিয়ে মাসুদ আহমেদসহ সাত জঙ্গিকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটকের সময় মাসুম প্রথমে পুলিশের কাছে ওই বাড়িটি তার নিজের বলে দাবি করেন।

এরপর বাড়ির মালিককে নিজের ভাই এবং সবশেষ খালাতো ভাই বলে পরিচয় দেন।

মাসুম আদৌ বাড়ির মালিকের আত্মীয়, না বিভ্রান্তি ছড়াতেই এমন তথ্য দিচ্ছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

একই সঙ্গে মাসুম পুলিশকে জানায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে তারা ওই বাড়িটিতে অবস্থান করছেন।

মাসুমের সঙ্গে কথা বলে বাড়ির পেছনে থাকা কয়েকটি কোম্পানির অফিসে প্রবেশ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ভেকু ফুডের এরিয়া সেলস ম্যানেজার আশিক হাসানের সঙ্গে কথা বলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং কোম্পানির প্রতিটি কক্ষ ঘুরে দেখেন তারা।

আশিক হাসান বাংলানিউজকে জানান, দুই আড়াই বছর যাবত ভেকু ফুড ছাড়াও কয়েকটি কোম্পানির সঙ্গে কাজ করেছেন মাসুম। গত ৯ মাস আগে মাসুদ ভেকু ফুডের পরিবেশক হিসেবে কাজ নেন।

পুলিশের দেওয়া তথ্য মতে, জঙ্গি আস্তানার বাড়িটিতে মাসুম ছাড়া আরও ৬জন থাকলেও তাদের সঙ্গে ভেকু ফুড কোম্পানির লোকজনের যোগাযোগ ছিলো না।

মূলত মাসুম জঙ্গিদের হয়ে পুরো এলাকা রেকি করতো। নিজেদের জঙ্গি কর্মকাণ্ড আড়াল করতেই মাসুম ওই কোম্পানির পরিবেশকের দায়িত্ব নেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুমসহ অন্য জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম নিজেকে ওই বাড়ির মালিকের খালাতো ভাই হিসেবে পরিচয় দিয়েছেন।

এ তথ্য যাচাই-বাছাই করছি। বাড়ির মালিকের হদিস মিললেই আরও তথ্য পাওয়া যাবে বলে জানান সৈয়দ নুরুল ইসলাম।

** জঙ্গি নাসিরের দায় নিতে চায় না ময়মনসিংহ মেডিকেল!
** নিরিবিলি পরিবেশেই আস্তানা গাঁড়ে নব্য জেএমবি​
** ময়মনসিংহে আটক সেই ৭ জন নব্য জেএমবির সদস্য
** ময়মনসিংহের সেই বাড়ি থেকে ৭০ লাখ টাকার চেকসহ আটক ৭
** জঙ্গি সন্দেহে এবার বাড়ি ঘেরাও ময়মনসিংহে

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমএএএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।