ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে দু’দিনব্যাপী লাঙ্গলবন্দ পূণ্যস্নান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
নারায়ণগঞ্জে দু’দিনব্যাপী লাঙ্গলবন্দ পূণ্যস্নান শুরু নারায়ণগঞ্জে দু’দিনব্যাপী লাঙ্গলবন্দ পূণ্যস্নান শুরু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে দু’দিনব্যাপী স্নান উৎসব। দেশ-বিদেশের লাখো পূণ্যার্থী এ স্নান উৎসবে অংশ নিয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে স্নান উৎসব শুরু হয়। বিকেল থেকেই হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার মানুষকে এ স্নান উৎসবে অংশ নিতে দেখা যায়।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্রে ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’ এ স্নানমন্ত্র পাঠ করে নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, ডাব, আমপাতা ইত্যাদি দিয়ে পিতৃকূলের উদ্দেশে জলদান করা হয়।  

এদিকে স্নান উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।