সোমবার (৩ এপ্রিল) বিকেলে স্নান উৎসব শুরু হয়। বিকেল থেকেই হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার মানুষকে এ স্নান উৎসবে অংশ নিতে দেখা যায়।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্রে ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’ এ স্নানমন্ত্র পাঠ করে নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, ডাব, আমপাতা ইত্যাদি দিয়ে পিতৃকূলের উদ্দেশে জলদান করা হয়।
এদিকে স্নান উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
আরআর/এএ