হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ সোমবার (০৩ এপ্রিল) এ আদেশ দেন।
আদালতে মেয়রের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২১ মার্চ চট্টগ্রাম সিটির চার বাসিন্দার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।
রুলে আইন বহির্ভূতভাবে বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র, করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়।
হাইকোর্টে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
তিনি বলেন, আপিল বিভাগ ছয় মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে আদেশ দেননি। তবে রুলের নিষ্পত্তি করতে বলেছেন।
রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুসারে নাগরিকদের আয়কর বাড়ানোর ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে। এছাড়া ১৯৮৬ সালের আয়কর বিধিমালা অনুসারে সর্বোচ্চ ৭ শতাংশ নেওয়ার কথা থাকলেও গত বছরের অক্টোবর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন ১৭ শতাংশ আদায় করছে। এটি কোন আইনে নেওয়া হচ্ছে, সেটি প্রশ্নবিদ্ধ।
এসব বিষয় সামনে এনে গত ২০ মার্চ চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনসহ চারজন হাইকোর্টে রিট করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
ইএস/এএসআর