শুনানি শেষে বিচারক মমিনুল ইসলাম তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন-উপজেলার ব্রক্ষ্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আব্দুল মোত্তালেব ওরফে বাবলু শাহ, সাবেক সদস্য আব্দুল আজিজ সরকার ও যুবদল নেতা হেলাল উদ্দিন।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে জানান, শনিবার মধ্যরাতে নলডাঙ্গা উপজেলার কোমরপুর ও জগদীশপুর বাড়ইহাটি গ্রামে অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের ওই তিন সহযোগীকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে। সোমবার তাদের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করলে বিচারক একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই