ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বড়াইগ্রামে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

নাটোর: নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মহিষভাঙ্গা এলাকা থেকে ফাতেমা ইসলাম ফতে (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাতেমা একই এলাকার নূর ইসলামের স্ত্রী।

 

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, ফাতেমা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত। দরিদ্র পরিবারের এই গৃহবধূকে প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া সম্ভব হচ্ছিল না। এতে হতাশাগ্রস্থ হয়ে সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।