নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সিরাজ (২৫) নামে এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুবুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
সিরাজ শহরের অফিসার্স কলোনী এলাকার ভ্যান চালক আসলামের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আসলামের অভিযোগে ছেলে সিরাজকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সিরাজকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।