সোমবার (৩ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী উপজেলার চৌমাথা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হরতাল ডাকা হয়।
কমিটির সভাপতি আবু বকর প্রধান সমাবেশ থেকে অবিলম্বে উপজেলার কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশাল ইউপির নির্বাচন দাবি করে জানান, ৯ এপ্রিল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পলাশবাড়ী সদরে হরতাল পালিত হবে।
উপজেলা আওয়ামী লীগ ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ মাহামুদুল হক, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু ও সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পৌরসভা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলা থাকায় কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশাল ইউনিয়নে নির্বাচন বন্ধ রয়েছে। এছাড়া এক মেয়াদে পাঁচ বছরের জন্য নির্বাচিতরা ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই