তিনি বলেন, কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে কারো কোনো অভিযোগ নেই। সেখানে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।
সোমবার (০৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভা শেষে রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ রেজওয়ানুল ইসলাম মুকুল, গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী।
এর আগে সকাল ১০টায় গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজেও রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যক্ষ মাইনুল হক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুমসহ অনেকে।
প্রসঙ্গত, রফিকুল ইসলাম ১৯৫৫ সালের ১ জানুয়ারি গোদাগাড়ীর রামনগরে জন্মগ্রহণ করেন। তিনি গোদাগাড়ী প্রাথমিক বিদ্যালয় ও গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসএস/ওএইচ/আইএ