ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তিস্তায় পানি বৃদ্ধিতে ডিমলায় ফসলের ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
তিস্তায় পানি বৃদ্ধিতে ডিমলায় ফসলের ক্ষতি

নীলফামারী: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা উপজেলা সংলগ্ন তিস্তা নদীতে পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত।

রোববার (২ এপ্রিল) থেকে সোমবার পর্যন্ত নদীতে দশমিক ৭৫ মিটার পানি বেড়েছে।  

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে রোববার পানিপ্রবাহ ছিল ৫০ দশমিক ২৫ মিটার।

সোমবার দুপুর ১২টায় তা বেড়ে ৫১ দশমিক ০৫ সেন্টিমিটারে দাঁড়িয়েছে। এ অবস্থায় তিন্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানিতে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী ও পূর্ব খড়িবাড়ী গ্রামের বিস্তীর্ণ এলাকার ভুট্টা, বাদাম, রসুন, মরিচ, পেঁয়াজ, মিষ্টি কুমড়া ও রোপা আমনধানের ক্ষেত ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে।


বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।