গোবিন্দগঞ্জে পিতলের মূর্তিসহ আটক দুই
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে পিতলের মূর্তিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের সাহেবগঞ্জ এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পশ্চিম মালিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও একই জেলার দশমিনা উপজেলার দশমিনা গ্রামের হানিফের ছেলে ময়েন উদ্দিন (৩০)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ এলাকায়
শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়।
এসময় পিতলের তৈরি একটি মূর্তিসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।