সোমবার (০৩ এপ্রিল) বিকেলে পুলিশের কড়া নিরাপত্তায় ইব্রাহিমকে নোয়াখালীর বিচারিক আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, রোববার গভীররাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের সর্দার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, ইব্রাহিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির কেন্দ্রীয় দায়িত্বশীল সদস্য। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় ২০১২ সাল (মামলা নম্বর-৫৬) ও ২০১৫ সালের (মামলা নং-৫৭) দু’টি মামলা রয়েছে। এছাড়া তার নামে সেনবাগ থানায়ও একটি মামলা রয়েছে, যার নম্বর-১৭।
গোয়েন্দা সংস্থা ডিএসবি’র সেনবাগের জঙ্গি তালিকায় তার অবস্থান শীর্ষে। দীর্ঘদিন ধরে পুলিশ ও গোয়েন্দারা তাকে নজরদারিতে রেখেছিল। উত্তরার হলি আর্টিজানসহ কয়েকটি হামলার ঘটনায় তিনি জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই