নেতিবাচক বাংলাদেশের চিত্র আঁকার প্রবণতা থেকে বের করতে ফ্যাশন ডিজাইনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেও জানান তিনি।
সোমবার (০৩ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেশীয় পণ্য নিয়ে ছয় দিনব্যাপী ‘ফ্যাশন ফেস্টিভ্যাল-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ফ্যাশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফোয়েব) ফ্যাশন ফেস্টিভ্যালের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সারা বিশ্বে এখন একটি কথা প্রচলিত রয়েছে তা হচ্ছে, সৃজনশীল অর্থনীতি। ফ্যাশন সৃজনশীল কর্মকাণ্ড। ফ্যাশনকে পণ্য করে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করতে হবে।
আসাদুজ্জামান নূর আরো বলেন, আমাদের লোক সংস্কৃতির অনেক উপাদান রয়েছে, যেগুলোকে কাজে লাগিয়ে ডিজাইনাররা পোশাক তৈরি করতে পারেন। এতে ফ্যাশনে বাংলাদেশের গ্রামীণ জীবন ও পরিবেশ উঠে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ফোয়েবের সভাপতি আজহারুল আনোয়ার, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন দেশীয় ব্রান্ডের পোশাক নিয়ে মনোজ্ঞ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ফ্যাশন খ্যাতে অবদানের জন্য দেশের প্রখ্যাত ডিজাইনার চন্দ্র শেখর সাহা ও নিপুনের স্বত্ত্বাধিকারী আশরাফুর রহমান ফারুককে শাহাদাত চৌধুরী আজীবন সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমসি/জেডএস