ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আইপিইউ ডেলিগেটসদের মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আইপিইউ ডেলিগেটসদের মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার আইপিইউ ডেলিগেটসদের সঙ্গে ডেপুটি স্পিকার

বিআইসিসি থেকে: চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের তৃতীয় দিনে অংশগ্রহণকারী ডেলিগেটসদের মধ্যাহ্নভোজ করালেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
 
 

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগে থেকেই বিদেশি অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের প্যাকেট প্রস্তুত রাখেন ডেপুটি স্পিকারের প্রতিনিধিরা। প্রতিটি হল রুমের সামনেই টেবিলে খাবারের প্যাকেট রাখা হয়।

 

সেশন চলাকালে ঘোষণা দেওয়া হয়, ‘আজ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের আমন্ত্রণে সবার জন্য লাঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে’।  
 
মেন্যুতে ছিলো- পোলাও, ফিস ফ্রাই, চিকেন, ভেজিটেবল, ডাল। এছাড়া কেক ও সন্দেশ। এসব খাবার আনা হয় রূপসী বাংলা হোটেল থেকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এখন রূপসী বাংলা হোটেলের তত্ত্বাবধানে চলছে।
 
বাঙালির এ সুস্বাদু খাবার খেয়ে বিদেশিরা উচ্ছ্বসিত জানিয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাংলানিউজকে বলেন, ‘এতোগুলো অতিথিকে খাওয়াতে পেরে খুব ভালো লাগছে। তাছাড়া দেশের মর্যাদাও রক্ষা হলো। এখানে সাধারণত কোনো সেশনেই খাওয়ানো হচ্ছে না। আমি সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি’।
 
জানা যায়, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাঞ্চ করানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তারা তা করতে অপারগতা জানান। আর সেই সুযোগে ডেপুটি স্পিকার লাঞ্চ করান ডেলিগেটসদের।  

এর আগে উদ্বোধনী দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে রাতের খাবারের আয়োজন করা হয়। এছাড়া প্রতিদিন ডেলিগেটসদের নিজস্ব ডলার ব্যয়ে বিআইসিসি থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে। অনেকে আবার যার যার হোটেলে গিয়ে খাবার সেরে আসছেন।
 
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।