ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বড়হাটে নিহত জঙ্গি নাজিমের বাড়ি সোনাইমুড়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বড়হাটে নিহত জঙ্গি নাজিমের বাড়ি সোনাইমুড়ী বড়হাটের জঙ্গি আস্তানায় পরিচালিত অপারেশন ম্যাক্সিমাসে

নোয়াখালী: মৌলভীবাজার শহরের বড়হাটের জঙ্গি আস্তানায় পরিচালিত অপারেশন ম্যাক্সিমাসে নিহত জঙ্গি আশরাফুল আলম নাজিমের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে।

আশরাফুল আলম নাজিম ইউনিয়নের কুমারঘরিয়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

এদিকে, নাজিমের মরদেহ সনাক্ত করার জন্য পুলিশ তার মা মনোয়ারা খাতুনকে নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

মনোয়ারা খাতুন বাংলানিউজকে জানান, নাজিম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কড়িহাটি ছালেহ মিয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। পরে ঢাকায় তার নানার কাছে থেকে একটি মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনে হাফেজ হন। ওই সময় নাজিম তার মায়ের সঙ্গে মাঝে মধ্যে মোবাইলে যোগাযোগ করতেন। গত ৮-৯ মাস ধরে নাজিমের সঙ্গে তার মায়ের কোনো যোগাযোগ ছিলো না।

দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল বাংলানিউজকে জানান, নাজিম দীর্ঘদিন ধরে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করতেন বলে শুনেছি। তার বাবা সুলতান আহাম্মদ ১২ বছর আগে মারা যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।