তাকে পদোন্নতি দিয়ে সোমবার (০৩ এপ্রিল) এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মুজিবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করা হয়।
এর আগে অতিরিক্ত সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন মুজিবুর রহমান।
খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
প্রশাসনে বর্তমানে সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদায় ৭৮ জন কর্মরত আছেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমআইএইচ/জিপি/জেডএস