ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সচিব হলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুজিবুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
সচিব হলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুজিবুর

ঢাকা: ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় কর্মরত ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা।

তাকে পদোন্নতি দিয়ে সোমবার (০৩ এপ্রিল) এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মুজিবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করা হয়।

পরে আলাদা আদেশে তাকে আগের দফতরেই পদায়ন করা হয়েছে।

এর আগে অতিরিক্ত সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন মুজিবুর রহমান।

খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

প্রশাসনে বর্তমানে সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদায় ৭৮ জন কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমআইএইচ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।