সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাতকালে কৈলাশ সত্যার্থী বলেন, উন্নয়নে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা বিশেষ করে- নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা সত্যিই গুরুত্বপূর্ণ এবং প্রশংসার। আগে একটি ধারণা ছিল কেবল উন্নয়ন সংস্থা এসব নিয়ে কাজ করে, তবে এখন সে ধারণা বদলেছে।
লিঙ্গ সমতা প্রসঙ্গে তিনি বলেন, লিঙ্গ বৈষম্য দূরীকরণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সফল, সবার চেয়ে এগিয়ে আছে।
শিশু অধিকার নিয়ে প্রধানমন্ত্রীর লেখালেখির বিষয়ে কৈলাশ বলেন, আপনি যে শিশুদের নিয়ে লেখেন তা জানতে পেরে আমি খুব খুশি।
শিশুপাচার বিষয়ে একটি উদাহরণ টেনে কৈলাশ সত্যার্থী বলেন, বাংলাদেশের এক শিশু নূর মোহাম্মদ ভারতে পাচার হয়। সে পাঁচবার বিভিন্ন জনের কাছে বিক্রি হয়েছে। ভারতে তার নাম হয় রাজকুমার। পরে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
সাক্ষাতকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধের কথা উল্লেখ করেন কৈলাশ সত্যার্থী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক বঙ্গবন্ধুই করে গেছেন।
বিনামূল্যে শিক্ষা, বই বিতরণসহ শিক্ষা প্রসারের তার সরকারের সময়কার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র্য নির্মূলের মূল চাবিকাঠি শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।
জঙ্গিবাদ বিষয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, শিক্ষক, শিক্ষার্থী ইমামসহ নানা পেশার মানুষের সঙ্গে আমি বিভিন্ন সেমিনারে কথা বলেছি। তাদের সঙ্গে নিয়ে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি।
** আরব বিশ্ব চাইলে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭ /আপডেট: ১২১৫ ঘণ্টা
এমইউএম/আরআর/আইএ/টিআই