নিহত দিলীপ কুমার রামনাথপুর ইউনিয়নের টেক শেরহাট কুমারপাড়ার অনন্ত কুমারের ছেলে। তিনি ওই এলাকায় বিবিসি নামে এক ইটভাটায় কাজ করতেন।
সোমবার (০৩ এপ্রিল) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, মাটি টানার ট্রলির ধাক্কায় দিলীপ কুমার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল (রমেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
ওএইচ/টিআই