ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আরব বিশ্ব চাইলে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আরব বিশ্ব চাইলে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সমগ্র আরব বিশ্ব একত্রে চাইলে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা সহজতর হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৩ এপ্রিল) গণভবনে ফিলিস্তিনের সাবেক ভাইস প্রধানমন্ত্রী ও ফাতাহ সেন্ট্রাল কমিটির সদস্য আজম এন এম আলাহমাদ সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে সফরত ফিলিস্তিনির প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

বঙ্গবন্ধু সব সময় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে গেছেনও বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ফিলিস্তিনের লিজেন্ড সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সোলাইমান দেমিরেলের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

ইয়াসির আরাফাতকে তিনি চাচা বলে সম্বোধন করতেন বলেও জানান শেখ হাসিনা।

আজম এন এম আলাহমাদ ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার বর্তমান অবস্থা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজম বলেন, বঙ্গবন্ধু আর্ন্তজাতিক নেতাদের প্রতী। তিনি ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সর্ম্পক স্থাপন করে গেছেন।

দুই দেশের সর্ম্পকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন আজম। ফিলিস্তিনকে বাংলাদেশ অব্য‍াহতভাবে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদও জানান তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্টের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে আজম এন এম আলাহমাদ বলেন, স্বল্প সময়ে বাংলাদেশে বদলে গেছে।

সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফিলিস্তিনের সাবেক মন্ত্রী ইন্তিসার এম এম আলওয়জির ও ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।