সোমবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সরসকাঠি বাজারে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার ইউসুফ মোল্যা বাংলানিউজকে বলেন, ওই যুবক মোবাইল টাওয়ারের কন্ট্রোল রুমের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, টাওয়ারের ঠিকাদার (নরসিংদী মেট্রো ন ১১-০১৫৪) নম্বরধারী ট্রাকে কিছু যন্ত্রাংশ নিয়ে আসেন। ওই যন্ত্রাংশ আনলোডের সময় হেলপার মহিউদ্দিন দ্বিতীয় তলা কন্ট্রোল রুমের ছাদে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘন্টা, এপ্রিল ০৪, ২০১৭
ইউজি/পিএম/টিআই