ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরাঞ্চলে ফসল রক্ষায় বাঁধ নিরাপত্তা চেয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
হাওরাঞ্চলে ফসল রক্ষায় বাঁধ নিরাপত্তা চেয়ে মানববন্ধন ফসল রক্ষায় বাঁধ নিরাপত্তা চেয়ে মানববন্ধন, ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: ফসল রক্ষার্থে হাওরাঞ্চল মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীসহ সবকটি উপজেলার বাঁধ নিরাপত্তা চেয়ে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় শহরের ঘণ্টাব্যাপী মোক্তারপাড়া এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় কলেজের অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ব্যাংকার মো. কাজল মিয়া, মো. ফুল মিয়া, লিংকন তালুকদার, সাংবাদিক মীর মনিরুজ্জামান, ছড়াকার সঞ্জয় সরকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, ছাত্র ইউনিয়নের সদস্য আশা আক্তার, আনিছ খান, স্বেচ্ছাসেবী কর্মী মিলি চৌধুরী প্রম‍ুখ বক্তব্য রাখেন।

গত পাঁচদিনের প্রবল বর্ষণে হাওরাঞ্চলের বাঁধ ভেঙে হাজার-হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বক্তারা ফসল রক্ষায় বাঁধ নিরাপত্তার জরালো দাবি জানান।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।