সোমবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় শহরের ঘণ্টাব্যাপী মোক্তারপাড়া এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় কলেজের অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ব্যাংকার মো. কাজল মিয়া, মো. ফুল মিয়া, লিংকন তালুকদার, সাংবাদিক মীর মনিরুজ্জামান, ছড়াকার সঞ্জয় সরকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, ছাত্র ইউনিয়নের সদস্য আশা আক্তার, আনিছ খান, স্বেচ্ছাসেবী কর্মী মিলি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
গত পাঁচদিনের প্রবল বর্ষণে হাওরাঞ্চলের বাঁধ ভেঙে হাজার-হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বক্তারা ফসল রক্ষায় বাঁধ নিরাপত্তার জরালো দাবি জানান।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
টিআই