সোমবার (০৩ এপ্রিল) সন্ধায় পাবনা জেলা পরিষদ মিলনায়তনে পাবনার নাট্যকর্মী ও ঢাকার শিল্পী সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত শিল্পী সমিতির পক্ষ থেকে প্রয়াত মোজাম্মেল হকের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, শিক্ষাবিদ মনোয়ার হোসেন জাহেদী, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, শিল্পি সমিতির সভাপতি অভিনেতা সহিদুল আলম সাচ্চু, সাধারণ সস্পাদক অভিনেতা আহসান হাবিব নাছিম, নাট্যনির্মাতা নির্দেশক অভিনেতা বৃন্দাবন দাস, টিভি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা চঞ্চল চৌধুরী প্রমুখ।
গত ১০ ফেব্রুয়ারি ঢাকায় শিল্পি সমিতির নির্বাচনে ভোট দিতে পাবনা থেকে ঢাকা যাওয়ার পথে সাহাজাদপুরে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নিহত হন।
বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
পিএম/টিআই