ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় নিহত অভিনেতা মোজাম্মেল হকের স্মরণসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
দুর্ঘটনায় নিহত অভিনেতা মোজাম্মেল হকের স্মরণসভা স্মরণসভা, ছবি: বাংলানিউজ

পাবনা: সড়ক দুর্ঘটনায় নিহত পাবনার প্রবীণ মঞ্চ ও টিভি অভিনেতা মোজাম্মেল হকের স্বরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) সন্ধায় পাবনা জেলা পরিষদ মিলনায়তনে পাবনার নাট্যকর্মী ও ঢাকার শিল্পী সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত শিল্পী সমিতির পক্ষ থেকে প্রয়াত মোজাম্মেল হকের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে চাকরির দেওয়ার প্রতিশ্রুতি দেয় পাবনা জেলা পরিষদ।

পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, শিক্ষাবিদ মনোয়ার হোসেন জাহেদী, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, শিল্পি সমিতির সভাপতি অভিনেতা সহিদুল আলম সাচ্চু, সাধারণ সস্পাদক অভিনেতা আহসান হাবিব নাছিম, নাট্যনির্মাতা নির্দেশক অভিনেতা বৃন্দাবন দাস, টিভি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা চঞ্চল চৌধুরী প্রমুখ।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকায় শিল্পি সমিতির নির্বাচনে ভোট দিতে পাবনা থেকে ঢাকা যাওয়ার পথে সাহাজাদপুরে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নিহত হন।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
পিএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।