ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

সাভার, ঢাকা: সাভারে মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার না মেটায় ইমন (১৫) নামে এক কিশোর আত্নহত্যা করেছে।

ইমন কেরানীগঞ্জের রহিতপুর গ্রামের ওমর ফরুকের ছেলে। সোমবার (৩ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকার তালবাগে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী ইমনের মামা ইমান উদ্দিন বাংলানিউজকে জানান, ইমন একটি মোটরসাইকেল দাবি করে তার মায়ের কাছে। কিন্তু তার মা ইয়াসমিন আক্তার মোটরসাইকেল কিনে দিতে না পারায় সোমবার রাতে সবার আড়ালে ফ্যানের সঙ্গে ঝুলে ইমন আত্নহত্যা করে।

এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢ‍ামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।