সোমবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব দেবাঙ্গা পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী নুরুন্নাহার (৫৫), তার পুত্রবধূ আরিফ উল্লাহর স্ত্রী শাকিলা (৩০) ও ঢাকার চকবাজার থানার ৬৫নং ওয়ার্ড এলাকার আব্দুল আজিজের পুত্র এরশাদ (৩৫)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। মহেশখালীতে কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
টিআই