ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

লামায় মদসহ ৪ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
লামায় মদসহ ৪ নারী আটক

বান্দরবান: বান্দরবানের লামায় ৫০ লিটার চোলাই মদসহ চার নারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- রোজিনা বেগম (৪০), লায়লা বেগম (৬০), নার্গিস আক্তার (২৫), মোসলেমা আক্তার (৫০)। তারা কক্সবাজারের চকরিয়া পৌরসভার কসাই পাড়ার বাসিন্দা।

সোমবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের মধুঝিরি এলাকা থেকে মদ পাচারের সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চোলাই মদ পাচারের উদ্দেশ্যে চার নারী গাড়ি যোগে নিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মধুঝিরি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পলিথিন ভর্তি ৫০ লিটার চোলাই মদসহ চার নারীকে আটক করা হয়।

লামা থান‍ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।