ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ২ কোটি টাকার চোরাই মাল জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
কুমিল্লায় ২ কোটি টাকার চোরাই মাল জব্দ, আটক ১

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একাধিক অভিযান চালিয়ে ১ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৭০০ টাকার মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ সময় মো. জামাল হোসেন (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।

আটক জামাল হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুরের বিষ্ণপুরের মৃত. বাচ্চু মিয়ার ছেলে।

আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।