সোমবার (০৩ এপ্রিল) এক প্রেসি ব্রিফিংয়ে এমন তথ্য জানান পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, ময়মনসিংহ শহরের কালিবাড়ি এলাকার টিনশেড বাড়িতে জেএমবি সদস্যদের অস্তিত্ব টের পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রক্তপাতহীনভাবে সাতজনকে আটক করে।
আটক সাতজন হলেন- জেলার হালুয়াঘাটের শহীদুল ইসলাম (৩৫) ও আশিকুর রহমান (২৮), ধোবাউড়া উপজেলার আলামিন (২৫), নেত্রকোনার নাসির উদ্দিন (২৭), একই জেলার জারিয়া এলাকার রুমান মিয়া (২৭), মাসুম আহমেদ (৩০) ও শাহ আলম হোসেন শামীম (২৭)
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা বাংলানিউজকে বলেন, জঙ্গিরা নিজেদের আবাসের জন্য বেছে নেয় নিরিবিলি পরিবেশের বাড়ি। এদের থাকে প্রকাশ্য পেশা। যাতে করে কেউ কোনো সন্দেহ না করে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, জঙ্গি কর্মকাণ্ডের বিষয়টি আড়াল করতেই আটক জেএমবি সদস্য মাসুম হয়তো বেকােরিতে কাজ করতো।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
টিআই