ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে পানির নিচে ৭৩ হাজার হেক্টর বোরো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
সিলেটে পানির নিচে ৭৩ হাজার হেক্টর বোরো সিলেটে পানির নিচে ৭৩ হাজার হেক্টর বোরো। ছবি: বাংলানিউজ

সিলেট: বর্ষার আগাম বন্যায় সিলেটের চার জেলায় ক্ষতির সম্মুখীন কয়েক লাখ কৃষক। বৃষ্টিপাত ও ঢলের প্রভাবে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সব ক’টি হাওরের ধানের জমি এখন পানির নিচে।

অকাল বন্যায় পানি বেড়ে বর্ষার রূপ ধারণ করেছে সুরমা, কুশিয়ারায়।

অসময়ের এ বন্যায় সিলেটসহ চার জেলায় ৭৩ হাজার ৮৮৫ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতর।



এরমধ্যে সিলেটে ২৩ হাজার ৫৬৫ হেক্টর, মৌলভীবাজারে ৫ হাজার ৩২৫, হবিগঞ্জে ১ হাজার ৬৪০ এবং সুনামগঞ্জে ৪৩ হাজার ৩১৫ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, গত ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া বোরো জমির পরিমাণ ছিলো ১ হাজার ৯০৮ হেক্টর। এরপর মাত্র তিনদিনের ব্যবধানে আরও ৭১ হাজার ৯৭৭ হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়‍ার আশঙ্কা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মামুনুর রশিদের।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে না এলে এবং বৃষ্টি না থামলে উপরিভাগের জমিও পানির নিয়ে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সিলেটে পানির নিচে ৭৩ হাজার হেক্টর বোরো।  ছবি: বাংলানিউজ

বুধবার (২৯ মার্চ) থেকে সিলেটে মুষলধারে, কখনো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। উজানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় পানি বেড়েছে সিলেটের নদী ও হাওরগুলোতে। তারই প্রভাবে উজানের ঢল নামতে শুরু করে।

সিলেটের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, গত ২৯ মার্চ থেকে সিলেট বিভাগে প্রতিদিন গড়ে ১শ’ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ভারতের আসাম ও মেঘালয়ে এখনও প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পানি আরও বাড়তে পারে। আবহাওয়ার এ অবস্থা অপরিবর্তিত থাকবে ৬ এপ্রিল পর্যন্ত।

সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিলেট কৃষি সম্প্রদারণ অধিদফতর সূত্র জানায়, এবার সিলেটের চার জেলায় ৪ লাখ ৫৬ হাজার ৭১৪ হেক্টর জমিতে বোরো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে সিলেটে ৭৬ হাজার ৮৩৩ হেক্টর, মৌলভীবাজারে ৫০ হাজার ৪৬৪ হেক্টর, হবিগঞ্জে ১ লাখ ৩৬ হাজার ৬শ’ হেক্টর, সুনামগঞ্জ ২ লাখ ১৫ হাজার ৮১৭ হেক্টর জমিতে বোরো ক্ষেত করা হয়।

এছাড়া সিলেট বিভাগে বোরো ক্ষেত করেছেন এমন কৃষকের সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ১১৩ জন। এরমধ্যে সিলেটে ৩ লাখ ২৮ হাজার ৬৪ জন, মৌলভীবাজার ২ লাখ ৪৭ হাজার ৮৯ জন, হবিগঞ্জ ২ লাখ ৮৫ হাজার ২২৫ জন এবং সুনামগঞ্জে ৩ লাখ ২০ হাজার ৮৪৫ জন।
 

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।