সোমবার (০৩ এপ্রিল) দিনগত রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রমণিরহাট চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো. দুলাল একই ইউনিয়নের মোসাকপুর গ্রামের মৃত মফিজ উল্যাহর ছেলে।
র্যাব-১১ জানায়, বেগমগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি দুলাল এতোদিন পালিয়ে ছিলেন। সোমবার রাতে তিনি রমণিরহাট চৌরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে র্যাবের একটি দল রমণিরহাট চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এসময় সোলায়মান ডাক্তারের ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক কল্লোল কুমার দত্ত বাংলানিউজকে জানান, দুলালের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরো একটি মামলার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআই