ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

টাংগুয়ার হাওরে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
টাংগুয়ার হাওরে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তারিহপুর উপজেলার টাংগুয়ার হাওরের হতিরগাতা এলাকায় নৌকা ডুবিতে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। 

সোমবার (০৩ এপ্রিল) গভীররাতে সাত যাত্রী নিয়ে হাওরের রামশিংহপুর এলাকা থেকে হাতিরগাতা গ্রামে যাওয়ার পথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন।

নিখোঁজ তিনজনের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।